ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতান্ত্রিক দেশ হলে সরকার পদত্যাগ করতো 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
গণতান্ত্রিক দেশ হলে সরকার পদত্যাগ করতো  সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাদল/বাংলানিউজ

ঢাকা: সভ্য ও গণতান্ত্রিক দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করতো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির সম্পাদকমণ্ডলীর যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
সরকারের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সর্বোচ্চ আদালত রায়ের পযবেক্ষণে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, দেশে কোনো গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সংসদ নিষ্ক্রিয়, আইনের শাসন নেই এবং বিচার বিভাগকে তারা (সরকার) নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।


 
‘এমনকি রায়ের পযর্বেক্ষণে এ কথাও বলা হয়েছে, নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং এই রায়ের পর যে কোনো সভ্য দেশ হলে, গণতান্ত্রিক দেশ হলে সরকার পদত্যাগ করতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও সরকার জোর করে ক্ষমতায় বসে আছে এবং দেশ চালাচ্ছে। ’
 
তিনি বলেন, আমরা একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। এই গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ করে দিয়ে কেউ এখানে টিকে থাকতে পারেনি। আগামীতেও পারবে না। আমরা দাবি করছি অবিলম্বে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হোক।
 
বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) বাসায় তৃতীয় জোট গঠনের উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের গণতান্ত্রিক উদ্যোগকে আমরা স্বাগত জানাবো।
 
তিনি জানান, সম্পাদকমণ্ডলীর সভায় লন্ডনে অবস্থারত বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। সদ্য প্রয়াত বিএনপি নেতা সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনার রশীদ খান মুন্নুর বিদেহী আত্মার মাগফেরাত কামানা করা হয়েছে।
 
এছাড়া পাহাড় ধসে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে বিএনপির সম্পাদকমণ্ডলীর সভায়। নারী নিযার্তনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতেও সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্পাদকমণ্ডলীর সভায় বিএনপির চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিকে আরও বেগবান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অতি বৃষ্টি ও বন্যায় মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা লাঘবের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
বিভিন্ন কর্মসূচি: 
দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
 
কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর ভোর ৬ টায় নয়াপল্টনে দলীয় পতাকা উত্তোলন। এ দিন সকালে খালেদা জিয়ার নেতৃত্বে শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অপর্ণ।
 
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়া এবং তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি।  

তবে এসব অনুষ্ঠানের সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, সংস্কৃতি বিষয় সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭/আপডেট: ১৭০৯ ঘণ্টা
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।