আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পাশে থেকে ‘ভিশন ২০২৪’ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ২০১৯ সালের নির্বাচনের পরে তার ভিশন ২০২৪ বাস্তবায়িত হবে বলে জানান নাজমুল হুদা।
তিনি বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে নিশ্চিতভাবে জনগণের ইচ্ছার প্রতিফলনে একটি প্রকৃত জনপ্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ভিশন সফল করতে চাই’।
‘আগামী ৫ বছর আমরা শুধু একটি রাজনৈতিক ভিশনকে লালন করতে চাই। মুখোমুখি, পাল্টাপাল্টি, বিদ্বেষপূর্ণ সাংঘর্ষিক রাজনীতির অবসান ঘটিয়ে দেশে স্থিতিশীল রাজনীতি উপহার দিতে চাই’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে মন্তব্য করে তৃণমূল বিএনপির নেতৃত্বাধীন ৩১ দলীয় জোট বিএনএর চেয়ারম্যান বলেন, ‘বিএনএ বিশ্বাস করে, শেখ হাসিনার নেতৃত্বেই আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং দেশে আইনের শাসন ও গণতন্ত্র সুসংহত হবে’।
বিএনএকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক মোর্চা দাবি করে নাজমুল হুদা বলেন, ‘নির্বাচনমুখী জোট বিএনএ আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার আশা রাখে। সরকার সমর্থক জোটের সঙ্গে থেকে প্রধানমন্ত্রীর সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায়’।
সুষ্ঠু নির্বাচন নিয়ে সংলাপ বিষয়ে বিএনপির এই সাবেক নেতা বলেন, ‘বিএনএ দৃপ্তকণ্ঠে বলতে চায়, জনগণের ক্ষমতায়নে দেশরত্ন শেখ হাসিনার অন্য কারো সঙ্গে আলোচনা বা সংলাপের প্রয়োজন নেই’।
১৪ দলীয় জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে বিএনএর চেয়ারম্যান জানান, ১৪ দলীয় জোটের শরিক হওয়ার বিষয়ে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সঙ্গে যোগাযোগ হচ্ছে। অচিরেই ১৪ দলের নেত্রীর সঙ্গে দেখা হতে পারে।
এ বিষয়ে প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘আমরা ইচ্ছা প্রকাশ করেছি। শুধু আমরা চাইলেই তো হবে না’।
আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন মন্তব্য করে হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে’।
বিএনএ জোটের জনসমর্থন ও সক্ষমতার বিষয়ে প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘২০ দলীয় জোট, ১৪ দলীয় জোট সবই নামসর্বস্ব। আর জাতীয় পার্টির এরশাদ আরো বড় জোটের চিন্তা করছেন, সেটি নাম ও কামসর্বস্ব’।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এমইউএম/এএসআর