ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শেখ কামালের কোনো হাওয়া ভবন ছিল না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
‘শেখ কামালের কোনো হাওয়া ভবন ছিল না’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: কাশেম হারুন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে একেকজন ক্ষমতায় আসেন, হয়ে যান বিকল্প পাওয়ার সেন্টার, হাওয়া ভবন তৈরি করেন। গর্ব করে বলতে পারি, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের কোনো হাওয়া ভবন ছিল না’।

শনিবার (০৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেখ কামালের ৬৯তম জন্মদিনে স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তুচ্ছ ঘটনায় ৫৭ ধারার অপপ্রয়োগের প্রবণতা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।