ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

হিজবুত তাহরীরের তিন সদস্য জেল হাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে হিযবুত তাহরীর সন্দেহে গ্রেপ্তার হওয়া তিন আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন হারুনার রশিদ, তৌফিকুর রহমান ও নাফিস বিন শহিদ।

শুক্রবার উত্তরা ৭ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের জামে মসজিদের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওইদিন তারা জুমার নামায শেষে মুসল্লিদের মধ্যে হিযবুত তাহরীরের লিফলেট বিলি করছিলেন। তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেটও উদ্ধার করে পুলিশ।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবু মিয়া আসামীদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে আবেদন করেন।

আসামীদের পে তাদের আইনজীবী শহিদ মাহমুদ ও মোস্তফা আহমেদ রিমান্ড না মঞ্জুর করে জামিনের আবেদন করেন।
মহানগর হাকিম তানিয়া কামাল শুনানী শেষে আসামীদের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের আবেদনও নামঞ্জুর করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হিযবুত তাহরীরের সদস্য বলে স্বীকার করেছেন। টঙ্গী কলেজ রোড, বাসস্ট্যান্ডের পাশের ২য় তলায় অবস্থিত চেম্বারের ডা. মিনহাজের নির্দেশে তারা লিফলেট বিলি করছিলেন বলে দাবি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা

উলেখ্য ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর নিষিদ্ধ করে সরকার।


বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।