ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর: এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর: এরশাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর। বিএনপি আমাদের উপর অনেক নির্যাতন করেছে। কিন্তু তাদের এখন করুণ অবস্থা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শেরপুর সদর উপজেলার নন্দীবাজার পোড়ার দোকানের সামনে জেলা জাপা কর্তৃক আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

এসময় তিনি দেশে আগামীতে জাপা ছাড়া নির্বাচন করার মতো আর কোনও দল নেই বলেও মন্তব্য করেন।

জেলা জাপার সভাপতি ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, একান্ত সচিব মেজর খালেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।