ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্রেনেড হামলার বিচার চেয়ে ময়মনসিংহে আ’লীগের মানববন্ধন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
গ্রেনেড হামলার বিচার চেয়ে ময়মনসিংহে আ’লীগের মানববন্ধন  ময়মনসিংহ আওয়ামী লীগের সমাবেশ ও মানববন্ধন

ময়মনসিংহ: ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ। 

সোমবার (২১ আগস্ট) বিকেলে নগরীর ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

 

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ খান পাঠান, জেলা যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব প্রমুখ।  

সমাবেশে বক্তারা ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল হোতা বিএনপি’র জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ জড়িতদের বিচার দাবি করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘন্টা, আগস্ট ২১, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।