ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার ভাবতে পারছে না সুপ্রিম কোর্ট স্বাধীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
সরকার ভাবতে পারছে না সুপ্রিম কোর্ট স্বাধীন ত্রাণ বিতরণের সময় বক্তব্যে রিজভী, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী কখনই ভাবতে পারছেন না বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট একটি আলাদা স্বাধীন সংস্থা।

মঙ্গলবার (২২ আগস্ট) জেলা সদর উপজেলার চর হরিকেশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) মনে করেন নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ সব হচ্ছে সুধা ভবনের একটি অংশ।

এখন সুপ্রিম কোর্টকেও তিনি আওয়ামী লীগের কার্যালয় বানানোর চেষ্টা করছেন! কিন্তু প্রধান বিচারপতি তার কথা শুনছেন না।

‘‘আওয়ামী লীগ দেশে কোনো উন্নয়ন করেনি। উন্নয়ন যা হয়েছে সব ছাত্রলীগ-যুবলীগের পকেটের মধ্যে,’’ বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, মহিলাদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হুমায়ুন কবির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
টিএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।