ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র করছে সরকার: রিজভী প্রধান বিচারপতিকে সরানোর ষড়যন্ত্র করছে সরকার: রিজভী

ঢাকা: মানসিক অসুস্থতার অজুহাতে প্রধান বিচারপতিকে সরিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে সরকার। এ নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘চলমান অস্থিরতা: কোন পথে বাংলাদেশ’-শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ন্যাপ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ৮ম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ এ আলোচনা সভার আয়োজন করে।


 
ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া'র সভাপতিত্বে ও নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশিস্ট সাংবাদিক ছড়াকার আবু সালেহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, রাসেল রায়হান, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী, ছাত্রনেতা সোলায়মান সোহেল প্রমুখ।
 
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি ভাবতে পারছেন না বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট একটি আলাদা স্বাধীন সংস্থা। তিনি মনে করেন নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সব হচ্ছে সুধা ভবনের একটি এক্সটেনশন। সুধা ভবনের একটা বর্ধিত অংশ। এখন সুপ্রিম কোর্ট তাকেও তিনি আওয়ামী লীগের কার্যালয় বানানোর চেষ্টা করছেন। কিন্তু প্রধান বিচারপতি তার কথা শুনছেন না।  

তিনি আইনকে আইনের পথে যাওয়ার জন্য কথা বলছেন এবং দেশে যা ঘটছে, মানুষের বিবেককে যা নাড়া দিয়েছে সেই বিষয়টি তিনি ষোড়শ সংশোধনী বাতিলের মধ্যদিয়ে তুলে ধরেছেন। এ জন্য প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির বিরুদ্ধে আজে-বাজে কথা বলছেন। তার মাথা খারাপ না হলে এই কথা বলতে পারে না।
 
রিজভী মরহুম শফিকুল গাণি স্বপনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার মত মেধাবী রাজনীতিবিদ আজকের সমাজে বড়ই বিরল। তিনি আজীবন দেশ, মাটি-মানুষ ও গণতন্ত্রের জন্য রাজনীতি করেছেন।
  
সভাপতির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বলেন, দেশের প্রধান বিচারপতি এসকে সিনহা'র একটি রায়কে কেন্দ্র করে আওয়ামী সরকার যেভাবে তার বিরুদ্ধে লেগেছে তাতে স্পস্টতই প্রমাণিত হচ্ছে তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সংবিধানের ব্যাখ্যা দাতা হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের ৭জন বিচারপতি ঐকমত্যের ভিত্তিতে যে পর্যালোচনা জাতির সামনে তুল ধরেছেন তাতে সরকার ক্ষমতায় থাকার সব নৈতিক অধিকার হারিয়েছেন।
 
 
গোলাম মোস্তফা ভুইয়া মরহুম শফিকুল গানি স্বপনের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।