ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ মিছিলের প্রস্তুতিকালে হামলা, গুলিবিদ্ধ ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
আ’লীগ মিছিলের প্রস্তুতিকালে হামলা, গুলিবিদ্ধ ১ সন্ত্রাসীর গুলিতে আহত নাজিম উদ্দিন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের শোক মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতিকালে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় একদল দুর্বৃত্ত।

এ সময় তাদের গুলিতে নাজিম উদ্দিন (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের বড়ইতলী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় দুপুরে স্থানীয় চর আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুজ্জামান ওরফে ডলার মাসুদকে আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।  

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ বাংলানিউজকে অভিযোগ করে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ইউপি চেয়ারম্যান ডলার মাসুদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ মিছিলে হামলা চালায়। এতে কমপক্ষে ২৫ নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতা।

তিনি জানান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়টি অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭ 
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।