ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কোকোর প্যারোল বাতিল: খালেদার সঙ্গে আইনজীবীদের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
কোকোর প্যারোল বাতিল: খালেদার সঙ্গে আইনজীবীদের বৈঠক

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার রাতে দলীয় সিনিয়র আইনজীবীদের সঙ্গে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের আইনগত দিক নিয়ে বৈঠকে বসেন।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৈঠকটি হয়।

বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের বিষয়টির আইনগত দিক নিয়ে আলোচনা হয়। কোকোকে আগামী ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। দুই বছরের অধিক সময় প্যারোলে থাকার পর এ আদেশ বাতিল করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কোকোর প্যারোলে মুক্তির বিষয়টি বাতিল করে সরকার।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সানাউল্লাহ মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. আহমেদ আজম খান এবং সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।