ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রশ্ন তোলা অসাংবিধানিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
 ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রশ্ন তোলা অসাংবিধানিক কবি নজরুলের সমাধিতে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা- ছবি : ডিএইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রশ্ন তোলা অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।  

মির্জা ফখরুল বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কেন এবং কিভাবে নিয়োগ পেয়েছেন তা আমার জানা নেই।

তার নিয়োগ ছিল রাজনৈতিক। কেননা তিনি রায় নিয়ে কথা বলেছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক। ষোড়শ সংশোধনীর রায় বিচারকদের সর্বসম্মতিক্রমে রায়। যারা এই রায় নিয়ে প্রশ্ন তোলে তাতে সংবিধান লঙ্ঘন হয়।

জাতীয় কবিকে স্মরণ করে তিনি বলেন, জাতীয় কবি আমাদের আদর্শের প্রেরণা। মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রেরণা তা তিনি আমাদের দিয়েছেন। তার শিল্প সাহিত্য গল্প কবিতা সবকিছুতে যে অবদান সমস্ত কিছুতে মানুষের মুক্তি কামনা করেছেন।

এসময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ‍ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসকেবি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।