ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২ মাসের আগাম জামিন পেলেন বিএনপি মহাসচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
২ মাসের আগাম জামিন পেলেন বিএনপি মহাসচিব

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের মামলায় রোববার দুই মাসের আগাম জামিন পেলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম এবং বগুড়ায় বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় হাইকোর্টে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব আগাম জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।



বিচারপতি সৈয়দ মোহাম্মদ দান্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শহীদুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না মর্মে সরকারের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত ।

রোববার খোন্দকার দেলোয়ারের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

অপরদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. সেলিম।

উল্লেখ্য, রাজধানীর পল্টন ময়দানের বিএনপির মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সারাদেশে এসব মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।