ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের পাশে থেকেই কাজ করতে হবে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
জনগণের পাশে থেকেই কাজ করতে হবে 

দিনাজপুর: জনগণের পাশে থেকে কল্যাণমূলক কাজ চালিয়ে যেতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। 

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই তাদের পাশে থেকেই কল্যাণমূলক কাজ করতে হবে।

সবাই দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে জেলার অনেক উন্নয়ন সম্ভব।  

বুধবার (৩০ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠানে ইকবালুর রহিম এসব কথা বলেন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, নিজেদের কর্ম দিয়ে জনগণের মন জয় করতে হবে। সরকারের সব সুবিধা-সহযোগিতা জনগণের কাছে সঠিক সময়ে পৌঁছাতে হবে।  

‘এদেশের মাটি-মানুষের জন্য নিবেদিত নেত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন তা বাস্তবায়ন করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালীও করতে হবে। ’
সম্প্রতি বন্যায় ক্ষয়ক্ষতি প্রসঙ্গে স্থানীয় এ সংসদ সদস্য বলেন, এখন পানি কমে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বানভাসি মানুষের নতুন দুর্ভোগ। তাদের পাশে দাঁড়াতে হবে।  

অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. শফিকুর রহমান নেতা, প্যানেল চেয়ারম্যান-২ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম রবি, প্যানেল চেয়ারম্যান-৩ মোছা. লতিফা বেগম, সদস্য মো. নূরে আলম খন্দকার, মো. আকবর আলী, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, মো. ফয়সল হাবিব সুমন, মোস্তফা হোসেন আলম, মো. নুর ইসলাম, মো. শরিফুল ইসলাম প্রধান, মো. নুরুজ্জামান মন্ডল নুরু, মো. একরামুল হক, মো. শাহজাহান আলী মন্ডল, মো. কামরুজ্জামান, সংরক্ষিত আসনের নারী সদস্য সুফিয়া নাহার, মীরা মাহবুব, মোছা. তাজমেরি সেলিনা আক্তার, মোছা. রেবেকা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. জাকিউল আলম, মো. মানিক মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।