ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংবিধানের অধীনেই নির্বাচন, ছাড় দেবে না আওয়ামী লীগ

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
সংবিধানের অধীনেই নির্বাচন, ছাড় দেবে না আওয়ামী লীগ

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনের জন্য বিএনপির সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন সংক্রান্ত কোনো দাবিতে কোনো ছাড় দেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন করার ব্যপারে দৃঢ় অবস্থানেই রয়েছে দলটি।

সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংবিধান থেকে বাদ দেওয়া তত্ত্বাবধায়ক সরকার আর ফিরিয়ে আনবে না আওয়ামী লীগ। বর্তমানে সংবিধানে যে সরকার ব্যবস্থা নির্ধারিত রয়েছে এই ব্যবস্থার অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।

এই সরকার ব্যবস্থাকে না মেনে বিএনপি আগামী নির্বাচনও যদি বর্জন করে তবু নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসবে না আওয়ামী লীগ। ‍
 
এদিকে বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি তুলেছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও নির্বাচনের দাবি অব্যাহত রেখেছে। এব্যাপারে এনপির পক্ষ থেকে একটি নির্বাচনী ফরর্মূলা দেওয়া হবে বলে দলটির নেতারা বলে আসছেন।

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলে আসছে। তারা নির্বাচনকালীন সহায়ক সরকারের সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছে। আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথাও বলছে। তবে বিএনপির সেই দাবিকে নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। সংসদীয় গণতন্ত্রে যে নির্বাচনী ব্যবস্থা স্বীকৃত সেটাকেই অব্যাহত রাখার ব্যাপারে আওয়ামী লীগ দৃঢ় অবস্থান নিয়েছে। তাই সংবিধানের বাইরে কারো কোনো দাবিতে ছাড় দেওয়া হবে না বলে দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলানিউজকে বলেন, তারা যে আগুন সন্ত্রাস দেখিয়েছে, তারপরও তারা নতুন করে আর কি স্বপ্ন দেখছে! কোনো দাবি করে লাভ হবে না। তারা যা বলছে তা তাদের দলের মনোবল চাঙ্গা করার জন্য বলছে।

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তখন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি তোলে বিএনপি। দাবি না মানায় গত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে। আগামী নির্বাচনেও বিএনপি সহায়ক সরকারের দাবি তুলেছে। তবে বিএনপির এ দাবি সব সময়ই নাকচ করে আসছে আওয়ামী লীগ।

বিএনপি নির্বাচনে না এলেও তাদের আনার ব্যপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যোগও নেওয়া হবে না।
আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের ওই নেতারা আরও জানান, নির্বাচনের সময় সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচনকালীন সরকারই দায়িত্ব পালন করবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার(৪ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে সড়ক পরিদর্শনের সময় সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, সহায়ক সরকার বিএনপির মামা বাড়ির আবদার। তারা যতই এই আবদার করুক এটি ছাড়াই তারা নির্বাচনে আসবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরউল্লাহ বাংলানিউজকে বলেন, এটা তো তারা মুখে মুখে বলেই আসছে। যে যাই বলুক আগামী নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।