ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান দীপু মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান দীপু মনির এমপি দীপু মনি

চাঁদপুর: রোহিঙ্গা নির্যাতন বন্ধে মায়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।  

তিনি বলেন, মানবাধিকার লংঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় মায়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে বলে আমি আশা করি।

পাশাপাশি বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে।

দীপু মনি বলেন, বাংলাদেশ সরকার মায়ানমারে রোহিঙ্গা নিপীড়ন-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। তাই আমরা আশা করছি, অবিলম্বে মায়ানমার সরকার নির্যাতন বন্ধ করবে।

স্থানীয় সরকার বিভাগ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান- এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ৮৯ ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। এ সময় জেলার প্রতিটি ওয়ার্ডে তাল, ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির একশ’ বৃক্ষরোপণ করা হবে।  

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।