ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শাজাহান সিরাজের পুত্রবধূ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

ঢাকা: জোট সরকারের বন ও পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানমকে আয়কর ফাঁকির মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার তিনি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০০৭ সালের ১৫ আগস্ট আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফ হোসেন তাকে ৬ বছরের কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দিয়েছিলেন।

২০০৭ সালের ১১ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন।

তার বিরুদ্ধে ২০০৪-০৫ কর বৎসর থেকে ২০০৬-০৭ কর বৎসরে দুই কোটি আটাত্তর লাখ ছাব্বিশ হাজার তিন শ’ তিরানব্বই টাকার আয় গোপন করে আশি লাখ পঁয়তাল্লিশ হাজার চার শ’ ঊননব্বই টাকার আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়।

আসামির আইনজীবী সৈয়দ আহমেদ গাজী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, তারা এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad