ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্লোগানে নয়, বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে চেতনায়: নূর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
স্লোগানে নয়, বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে চেতনায়: নূর

ঢাকা: আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ শুধু স্লোগানে নয়, লালন করতে হবে চেতনায়।

রোববার দুপুরে বঙ্গবন্ধুর ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ  আয়োজিত বঙ্গবন্ধুর ওপর এক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।


 
একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে জানিয়ে এদের ব্যাপারে সবাইকে হুঁশিয়ার করেন আসাদুজ্জানা। তিনি বলেন, ‘শুধু স্লোগানে নয়, বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে আমাদের চেতনায়। ’
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দীক, উপ-উপাচার্য ড. হারুন-অর-রশিদ, সাংসদ সারাহ বেগম কবরী,ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।