ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সশস্ত্র বাহিনীকে দিয়ে ভোটের কাজ করাতে চায় বিএনপি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
সশস্ত্র বাহিনীকে দিয়ে ভোটের কাজ করাতে চায় বিএনপি 

ঢাকা: দেশের সশস্ত্র বাহিনীকে দিয়ে নির্বাচন পরিচালনার কাজ করাতে চায় বিএনপি।এতে প্রমাণিত হয় মুক্তিযুদ্ধে অবদান রাখা এ বাহিনীকে তারা সম্মান করতে চায় না। 

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।  

'বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির অহংকার' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

 

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি কথায় কথায় নির্বাচনে সেনা মোতায়েনের কথা বলে। সশস্ত্রবাহিনী তো বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী নয়, আইন-শৃঙ্খলা বাহিনী হচ্ছে পুলিশ-র্যাব-বিজিবি। তাদের কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা করা।

সশস্ত্রবাহিনী দিবসে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। তবে ওই দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির নেতাকর্মীরা অনুপস্থিত থেকে দিবসটিকে অশ্রদ্ধা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।