ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্মপাশায় ১৪৪ ধারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ধর্মপাশায় ১৪৪ ধারা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারে একই সময়ে বিএনপির দু’টি গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৬ নভেম্বর) রাতে এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খন্দকার। সোমবার (২৭ নভেম্বর) ভোর ৬টা থেকে জারি করা এ ধারা রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে গোলকপুর বাজারে বিএনপির জেলা কমিটির সাবেক সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে সদস্য সংগ্রহের সভা আহ্বান করা হয়।

অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডা. রফিকুল ইসলাম চৌধুরী গ্রুপ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও জনসভার আহ্বান করে।

ইউএনও মামুন খন্দকার বাংলানিউজকে জানান, বিএনপির দু’গ্রুপ গোলকপুর বাজারে কর্মসূচি আহ্বান করায় ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ জারি করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।