ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রেমে বিরোধ, দলীয় সঙ্গীদের হাতেই ছুরিকাহত শাহজাহান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
প্রেমে বিরোধ, দলীয় সঙ্গীদের হাতেই ছুরিকাহত শাহজাহান

সিলেট: সিলেটে নিজ দলের কর্মীদের হাতে ছুরিকাহত হলেন শাহজাহান আলম (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে অডিটরিয়াম সংলগ্ন পুকুর পাড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

গুরুতর আহত শাহজাহান ওই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ও আওয়ামী লীগ নেতা রনজিত গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মী।

ক্যাম্পাস সূত্র জানায়, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ গ্রুপের ছাত্রলীগ কর্মীরাই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি ভিত্তিতে তার শরীরে অস্ত্রোপচার করা হয়।

এদিকে, ছাত্র আহতের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দসহ অন্যান্য শিক্ষকরা।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে নিজ গ্রুপের কর্মীরা ওই ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে তিনি পুলিশ পাঠিয়েছেন। উভয় পক্ষই এক নেতার অনুসারী হওয়াতে পরবর্তীতে তারা নিজেরাই ঘটনার নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।