ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবশেষে কারাগারে গোপালপুরের সেই আ’লীগ নেতা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
অবশেষে কারাগারে গোপালপুরের সেই আ’লীগ নেতা! ভাষণ দিচ্ছেন সাইফুল ইসলাম তালুকদার

টাঙ্গাইল: অস্ত্র মামলায় ১৭ বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ওরফে সুরুজ আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করে। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে সাইফুল ইসলাম তালুকদার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আবুল মনসুর মিয়া জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এরআগে, ২০১৬ সালের ৮ এপ্রিল টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের একটি দল সাইফুলের গোপালপুর উপজেলা সদরের নন্দনপুর এলাকার বাসভবনে অভিযান চালায়। এসময় সাইফুলের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এরপর দিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু বাদি হয়ে সাইফুলের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সাইফুলের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৬ সালের ১৬ অক্টোবর সাইফুল জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক ছিলেন। মামলার দীর্ঘ শুনানী শেষে ১৫ নভেম্বর আদালত সাইফুলের অনুপস্থিতিতে ১৭ বছরের কারাদণ্ডাদেশ দেন।

**১৭ বছরের দণ্ডপ্রাপ্তের মঞ্চে বক্তৃতা, পুলিশ বলছে পলাতক!

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।