ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বের হয়ে আসছে বিএনপির দুর্নীতির থলের বিড়াল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বের হয়ে আসছে বিএনপির দুর্নীতির থলের বিড়াল যশোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ওবায়দুল কাদের

যশোর: বিএনপির দুর্নীতির থলের বিড়াল মিউ মিউ করে বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, কাতার-সৌদি আরবে তাদের দুর্নীতির খবর প্রকাশ হয়েছে। কানাডার আদালত তো রায় দিয়েছেন ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে।

তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর দুর্নীতির রায়ও হয়েছে। বাংলাদেশের আদালতেও অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। এগুলোকে বিএনপি কী অস্বীকার করতে পারবে? কানাডা-সিঙ্গাপুর আদালতের রায়কে কী তারা অস্বীকার করতে পারবে?’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে সাতক্ষীরায় যাওয়ার পথে যশোরের রাজারহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

প্রশ্ন রেখে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শুধু দুর্নীতি নয়, বিএনপির এক নেতাকে কানাডা আশ্রয় দিতে রাজি হয়নি। তারা বলেছে- বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাদের আশ্রয় দেওয়া যাবে না। কানাডা কি আমাদের সরকারের আদালত? নাকি সরকারি হস্তক্ষেপে এই রায় দিয়েছে দেশটি?’

তিনি বলেন, এখন বিএনপি নেতারা ভাঙা রেকর্ড বাজাতেই থাকে। তারা বলে, গেলো রে গেলো, গণতন্ত্র গেলো, গেলো রে গেলো, নির্বাচন গেলো। আগে তারা বলতো- বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেলো। সেই পুরনো স্লোগান এখন তারা আবার বাজাচ্ছে। ’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে বাধ্য হবে।

আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির রাজনৈতিক অস্তিত্বকে আরো ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে নির্বাচনে আসবে। তারা এটাকে পাশ কাটিয়ে যেতে পারবে না।  তবুও যদি না আসে, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন তারা হাত ছাড়া করবে। ’

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ইউজি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।