ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার আদালতে যাবেন খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
মঙ্গলবার আদালতে যাবেন খালেদা

ঢাকা: দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে দশম দিনের মতো যুক্তি-তর্ক উপস্থাপন করবেন তার আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটিও রয়েছে অপেক্ষমাণ। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসন রওয়ানা হবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।  

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নবমদিনের মতো যুক্তি-তর্ক উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

তার যুক্তি-তর্ক শেষ হলে পঞ্চম আইনজীবী হিসেবে যুক্তি-তর্ক উপস্থাপন শুরু করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আদালত ওইদিন সময় বেঁধে দিলেও সেদিন তিনি শেষ করতে পারেননি।  

পরে আদালত ১৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি পরবর্তী যুক্তি-তর্কের দিন ধার্য করেন।  
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামানের উপস্থিতিতে দশম দিনের মতো চলমান যুক্তি-তর্ক উপস্থাপন করবেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।