ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মামলার রায়ের সঙ্গে জাতীয় নির্বাচনের সম্পর্ক নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
খালেদার মামলার রায়ের সঙ্গে জাতীয় নির্বাচনের সম্পর্ক নেই জনসভায় বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার শেখাহার হাইস্কুল মাঠে স্থানীয় জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
স্থানীয় জাসদ নেতা আশরাফ আলী খাঁন আজাদের সভাপতিত্বে জনসভায় মন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, ‘খালেদা জিয়ার ভূতের সরকারের স্বপ্নপূরণ হবে না।

তার দেওয়া ছয় দফা দাবি সংবিধান পরিপন্থি। বিএনপি আর কখনই ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির মতো সন্ত্রাসী সংগঠনের স্থান বাংলার মাটিতে হবে না। ’
 
তিনি আরও বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সেই স্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না। বিএনপি-জামায়াত আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। খালেদা জিয়া গণতান্ত্রিক নির্বাচনের আজও সঠিক কোনো রূপরেখা দিতে পারেনি। খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচার করছেন আদালত, রায়ও দেবেন। ’
 
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে যাবো না বললে হবে না। সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে।
 
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা।
 
জনসভায় প্রধান বক্তা ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন।
 
জনসভায় আরও বক্তব্য দেন-জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক, জাকিরুল হক টিটন, জাসদ নেতা শফিক খান, অ্যাডভোকেট আব্দুল লতিফ ববি, ফরিদুল ইসলাম ফরিদ, কামরুজ্জামান কামরুল, মাহবুবার রুস্তম, ইসমাইল হোসেন দুখু, মনোয়ার হোসেন বাবু, ফেরদৌস আলী, ফিরোজ রহমান, জহুরুল ইসলাম, আব্দুর রশিদ মণ্ডল প্রমুখ।
 
জনসভার শুরুতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন মুসার নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী জাসদে যোগদান করেন।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমবিএইচ/আরআর         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।