ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র ও হুমকি ধমকি দিচ্ছেন। তাতে কোনোমতেই লাভ হবে না। কারণ যথা সময়ে শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। 

তিনি বলেন, নির্বাচনে যাবো না বললে হবে না। সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আদালত আইনের গতিতেই খালেদার বিচার করবে। আদালতের বিচার পক্ষে থাকলে ভালো, বিপক্ষে গেলেই খারাপ।  

বিএনপির নেত্রী আদালত মানেন না, বিচার মানেন না, সংবিধান মানেন না। বিএনপি জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। বিএনপি-জামায়াত আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেছেন। গণতান্ত্রিক নির্বাচনের সঠিক কোনো রূপরেখা তিনি আজও দিতে পারেননি। তার দুর্নীতির মামলার বিচার করছেন আদালত, রায়ও দেবেন, যোগ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে ভেড়ামারা কলেজের অধ্যক্ষ মো. শামছুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাসেল মিয়া, অতিরিক্তি সহকারী পুলিশ সুপার নূরানী ফেরদৌসী দিশা, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।