ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যুদ্ধ ঘোষণা করেছেন খালেদা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
‘যুদ্ধ ঘোষণা করেছেন খালেদা’ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেছেন ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রকাশের আগে বুধবারে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

তিনি বলেন, ‘আজকে আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কি কোনো প্রয়োজন আছে। আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটা নজীরবিহীন, বাজে দৃষ্টান্ত’।

সংবাদ সম্মেলন ডেকে মায়া কান্না করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে মন্তব্য করে কাদের বলেন, রায়ের আগে সংবাদ সম্মেলন পৃথিবীতে বিরল। বাংলাদেশেও এমনটা এর আগে হয়নি। তিনি রায়ের আগে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে আইন তার নিজস্ব ও স্বাভাবিক গতিতে সর্বদা ক্রিয়াশীল থাকবে। ধনী, গরীব, নির্বিশেষে কেউ আইনের উর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।

বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, মামলা, রায় নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তি, উস্কানির চেষ্টা চলছে। এছাড়া নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা এবং জনস্বার্থ বিঘ্নিত করার ষড়যন্ত্র হচ্ছে।

খালেদা জিয়া ও বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, কেউ রাজনীতি করলে তার দুর্নীতির বিষয় কী আদালতের বিচার্য বিষয় হবে না। কেউ রাজনীতি করলে তিনি কি আইনের উর্ধ্বে উঠে যাবেন। বৃহস্পতিবার যে মামলার রায় হতে যাচ্ছে তার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেই কি আদালত, আইন, বিচারকে বিতর্কিত করতে হবে।

বিএনপি মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে অপরাজনীতির নোংরা খেলায় মেতে উঠেছে, আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ মামলার সঙ্গে আওয়ামী লীগ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, করবেও না।

মামলার রায় প্রধানমন্ত্রী লিখে দিয়েছেন বিএনপির এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।