ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল, নগরজুড়ে মিছিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল, নগরজুড়ে মিছিল  প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল-ছবি-বাংলানিউজ

বরিশাল: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে। বরিশাল পরিণত হয়েছে মিছিলের নগরীতে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। জনসভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই জনসভাস্থলে জনসাধারণ আসতে শুরু করেছে।

জনসভাস্থলে প্রথমে বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের মিছিল প্রবেশ করে। এরপর উদ্যানের উত্তর ও দক্ষিণ দিকের ৬টি প্রবেশপথ দিয়ে ধীরে ধীরে মিছিল আসতে শুরু করে।

প্রধানমন্ত্রীর জনসভাস্থলের দিকে মিছিল নিয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা-ছবি-বাংলানিউজবেলা ১২টার মধ্যে সমাবেশস্থল অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়।

বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন এলাকা থেকে বাস, লঞ্চ ও মোটরসাইকেলযোগে জনসভায় অংশ নিতে নগরে আসছেন নেতাকর্মীরা।

শেখ হাসিনা বক্তব্যের আগে ৩৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৩৩টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এর আগে বেলা ১১টায় তিনি পটুয়াখালীতে পৌঁছে নবনির্মিত ‘শেখ হাসিনা সেনানিবাসে’র উদ্বোধন করেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বিরাট নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।  

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল-ছবি-বাংলানিউজমহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিক আব্দুল্লাহ বলেন, নেতাকর্মীরা বিভিন্নভাবে জনসভাস্থলে আসছেন। তাদের সুবিধার্থে কাজ করছি আমরা।

জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. ইউনুচ বলেন, প্রস্তুতি গতকালই শেষ  হয়েছে। বরিশালের মানুষ এখন প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।