ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে ধাওয়া-পাল্টা ধাওয়া, যুবদল নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
সোনাগাজীতে ধাওয়া-পাল্টা ধাওয়া, যুবদল নেতা আটক আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া-ছবি-বাংলানিউজ

ফেনী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের পর ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় আতঙ্কে পৌর শহরের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের নেতৃত্বে সোনাগাজী বাজারের পশ্চিম অংশে মিছিল বের করতে চেষ্টা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

খবর পেয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন রিপনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া করে। পরে পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে।

এদিকে নাশকতার আশঙ্কায় সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ আটকের তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।