ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রায় আদালত দিয়েছে, সরকার নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
‘রায় আদালত দিয়েছে, সরকার নয়’

ঢাকা: খালেদা জিয়ার রায়ে উচ্ছ্বসিত না হতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, খালেদা জিয়ার রায় নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ এই রায় আদালত দিয়েছে, সরকার নয়।

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়া নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের।

বিএনপি শান্তিপূর্ণ প্রতিবাদের নামে তারা দেশজুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রায়কে ঘিরে তারা যে তাণ্ডব চালিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক থাকায়, তা সফল হয়নি।

দলীয় নেতাকর্মীদের ঠাণ্ডা মাথায় ষড়যন্ত্র মোকাবেলারও পরামর্শ দেন কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার হয়েছে। এতে করার কী আছে? আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শোনে অবাক হলাম, তিনি কি করে বললেন, এই রায় সরকার দিয়েছে? আদালতের ওপর আস্থা থাকলে তিনি একথা বলতে পারতেন না। তারা একদিকে শান্তির কথা বলছেন অন্যদিকে সহিংসতা করছেন।

এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।