ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় জামায়াত-শিবিরের ১১ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
ভোলায় জামায়াত-শিবিরের ১১ কর্মী আটক

ভোলা: নাশকতা পরিকল্পনার অভিযোগে ভোলার ভেলুমিয়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকার চন্দ্রপ্রসাদ গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে লিফলেট ও বই জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির আহমেদ জানান, চন্দ্রপ্রসাদ গ্রামে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য একদল জামায়াত-শিবির কর্মী গোপন বৈঠক করছিল। বিষয়টি টের পেয়ে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির একটি দল তাদের ধাওয়া করে ১১জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।