ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শান্তিপূর্ণ আন্দোলন করে নেত্রীকে মুক্ত করে আনবো’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
‘শান্তিপূর্ণ আন্দোলন করে নেত্রীকে মুক্ত করে আনবো’  সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জয়নাল আবদীন ফারুক/ ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, আমরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, যতোদিন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া না হবে ততোদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।  

খালেদার উপদেষ্টা ফারুক বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে গেছেন।

সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।  

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থাকলেও বিএনপির সাতজন নেতাকে কার্যালয়ে প্রবেশ করতে দেয় পুলিশ।

এরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামালস, সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ভাষানী।

পরে সকাল সাড়ে ১১টায় স্মারকলিপি জমা দেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজুসহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, উজ্জল হোসেন।  

এদিকে, দুপুর ১২টায় দিকে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাবেক জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন খান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।