ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেষ সময়ে সব ভুল করছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
শেষ সময়ে সব ভুল করছে সরকার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্যে রাখেন নজরুল ইসলাম খান/ ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘মরণকালে নাকি সব ভুল হয়ে যায়। এ সরকারেরও সব ভুল হয়ে যাচ্ছে। খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে তারা যা আশা করেছিল তা হয়নি। বিএনপি শান্ত থাকায় তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে।’

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাসাস আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া কোনো অপরাধ করেননি, কোনো দুর্নীতি তাকে স্পর্শ করেনি।

জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবুও প্রতিহিংসাবশত তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি ন্যায় বিচার পাননি। আশা করি উচ্চ আদালতে বিচার পাবেন। না পেলেও সমস্যা নেই তিনি আগে দেশনেত্রী ছিলেন, কারাগারে গিয়ে দেশ মাতা হয়েছেন। ’

জাসাস সভাপতি ড. মামুন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক চিত্র নায়ক হেলাল খান, সহ-সভাপতি শিবা সানু প্রমুখ।

পরে নজরুল ইসলাম খান গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।