ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচিত প্রধানমন্ত্রীর সবসময় ভোট চাওয়ার অধিকার আছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
নির্বাচিত প্রধানমন্ত্রীর সবসময় ভোট চাওয়ার অধিকার আছে

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সভাপতি। মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েই তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। নির্বাচিত প্রধানমন্ত্রী সব সময়ই ভোট চাওয়ার অধিকার রয়েছে।

শনিবার (০৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে চেতনা একাত্তর আয়োজিত ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রীর নৌকা মার্কায় ভোট চাওয়া নিয়ে দরখাস্তের প্রসঙ্গে আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা প্রধানমন্ত্রীর দায়িত্ব।

প্রধানমন্ত্রী সে দায়িত্ব পালন করছেন। এতে আইনের কোনো ব্যতয় হয়নি।  

‘নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করলে তারা (বিএনপি) প্রশ্ন তুলতে পারতেন যে, সরকারি সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। ’

বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদেরও ভোট চাওয়ার অধিকার রয়েছে। আপনারও ধানের শীষে ভোট চান। আপনারা ধানের শীষে ভোট চাইবেন না বা নির্বাচন বর্জন করার চিন্তা ভাবনা করবেন- এটা তো হতে পারে না। এজন্য অন্যরা ভোট চাইলে দয়া করে তা নিয়ে প্রশ্ন তুলবেন না।

বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের তৎপরতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মওদুদ আহমেদের তৎপরতা এখন বেশি দেখা যাচ্ছে। তিনি যখনই তৎপর হন তখনই একটা উদ্দেশ্য থাকে। তিনি যখনই তৎপর হয়েছেন তখনই পল্টি মেরেছেন। তিনি এখন বেশি তৎপর হয়েছেন। এটা কী পল্টি মারার পূর্বলক্ষণ কিনা তা ভবিষ্যত বলে দেবে।

‘যেসব আইনজীবী মনে করেন খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে সেসব আইনজীবী তার মামলার আইনি লড়ায়ে থাকললে তিনি জেল থেকে বের হতে পারবেন-বলে সম্ভাবনা দেখছি না। ’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের সমালোচনা করে তিনি বলেন, তারা সকালে একটা সংবাদ সম্মেলন করেন, বিকেলে আরেকটা। এসব সংবাদ সম্মেলনে এমন এমন আজগুবি কথা বলেন যেন তা তারা স্বপ্নে পেয়েছেন। আমি তাদের অনুরোধ জানাবো এবং বিএনপির আইনজীবীদের অনুরোধ জানাবো আপনারা আপনাদের নেত্রীর মুক্তির জন্য আন্তরিক হোন।

আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সাহারা বেগম কবরী, অধ্যক্ষ শাহাজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।