ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে শিবিরের ৩৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
নোয়াখালীতে শিবিরের ৩৮ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালী জেলা শহরের মাইজদীতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠককালে শিবিরের ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় জিহাদি বই, ২১টি পেট্রোল বোমা, ৮টি কিরিচ ও ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সোমবার (০৫ মার্চ) সন্ধ্যা ৭টায় পৌরসভার ১নং ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার আমেনা মঞ্জিলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে নোয়াখালী পৌর শিবিরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রাকিবসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন, নোয়াখালী সরকারি কলেজের ১৯, বিভিন্ন মাদ্রাসার ৭ জন, নোয়াখালী পলিটেকনিক কলেজের একজন ও কুমিল্লা ল’ কলেজের একজন।

পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, একটি সংগঠনের নামে শিবিরের বহু নেতাকর্মী নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলো। পরে খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।