ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৭ই মার্চে আওয়ামী লীগের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
৭ই মার্চে আওয়ামী লীগের কর্মসূচি

ঢাকা: বুধবার ঐতিহাসিক ৭ই মার্চ। দিনটি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া ওইদিন ঢাকায় কেন্দ্রীয়ভাবে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। 

দুপুর ২টায় জনসভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বে ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) ঐতিহাসিক ভাষণ দেন।  

গতবছরের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ভাষণটি বিশ্ব ঐহিত্যের (ওয়ার্ল্ড হেরিটেজ) স্বীকৃতি দিয়েছে।  

এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত জনসভাকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।  

এ জসভায় ব্যাপক মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা নিয়েছে দলটি। সে অনুযায়ী প্রস্তুতিও হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

জনসভা ছাড়াও দিবসটির শুরুতে ভোর সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে।  

সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। সারা দেশেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮ 
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।