ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরা আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
 মাগুরা আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন

মাগুরা: সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপির বিরুদ্ধে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে চার্জ গঠন হয়েছে। বুধবার (৭ মার্চ) এ চার্জ গঠন করা হয়।

মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের বাসিন্দা বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার ২০১৪ সালের ১৬ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উল্লেখিত আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল বাংলানিউজকে বলেন, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র ইসলাম সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেন।

এ কারণে আমার বাদী ক্ষুব্দ হয়ে তার শাস্তি দাবি করে মামলাটি দায়ের করেন।
 
তিনি আরো বলেন, মামলাটি দায়েরের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লতিফ সিদ্দিকীকে মাগুরা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী আদালতে হাজির হননি। মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় ৭ মার্চ বুধবার বিজ্ঞ সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু তার বিরুদ্ধে এ চার্জ গঠনের আদেশ দেন। আগামী ২৮ মে সাক্ষীর জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।