ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া: সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা চাই সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণ যোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে এমন নির্বাচন আমাদের প্রথম চাওয়া।

বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি জনসভায় যোগদানের আগে আশুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ সরকারি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না।

এসব বন্ধে সরকারকেই এগিয়ে আসতে হবে।  

মতবিনিময় সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রব বলেন, কেউ জেলে থাকবে আবার কেউ সরকারি টাকা, গাড়ি ব্যবহার করে ভোট চাইবে এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি তারা তা করতে ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করে চলে যাক।

পরে নেতৃবৃন্দ আশুগঞ্জ রেল গেইটে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।