ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ক্ষমতা দখলের পাঁয়তারা করছে সরকার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
‘ক্ষমতা দখলের পাঁয়তারা করছে সরকার’ মানববন্ধনে আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: সরকার অস্থিরতা সৃষ্টি করে জনমনে ভীতির সৃষ্টি করছে। এভাবে তারা ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, খালেদা জিয়া কি কারণে জেলে তা জনগণ জানে।

বিশ্ববাসী জানে কোন কারণে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বাধা দেওয়া হচ্ছে। এ সবকিছুই হলো জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের ষড়যন্ত্র।  

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখল করতেই খালেদা জিয়াকে জেলে রেখেছে সরকার। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।  

সরকারের এসব ষড়যন্ত্রের পেছনে গণতন্ত্র ভীতি কাজ করছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ভীতি থেকেই সরকার জনগণের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা শেষ করে দিয়েছে। শান্তিপূর্ণ রাজনীতির কথা শুনলে তারা ভীত হয়ে যায়। তাদের রাজনীতি হলো ভীতির রাজনীতি। জনগণকে ভয়ে রেখে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তাদের স্বপ্নপূরণ হবে না।  

এসময় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদসহ চিকিৎসক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।