ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রত্যেকটি উক্তির জন্য আদালত অবমাননা মামলা হতে পারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
প্রত্যেকটি উক্তির জন্য আদালত অবমাননা মামলা হতে পারে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তারানা হালিম

টাঙ্গাইল: তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগ সরকার নিয়ে যেসব উক্তি করছে তার প্রত্যেকটি উক্তি নিয়েই আদালত অবমাননা মামলা হতে পারে। সরকারের দায়িত্ব আইনশৃংখলা রক্ষা করা সরকার তাই করছে।

শুক্রবার (৯ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া জেলখানায় সব সুযোগ-সুবিধা ভোগ করছেন।

আর সরকারের উদারতার কারণেই তিনি গৃহপরিচারিকাকে জেলখানার ভেতরে নিয়ে রাখতে পারছেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা, তারাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, আর তাদের মদদেই জঙ্গিরা বিভিন্ন জায়গায় নাশকতা করছে।


স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন চৌধুরী, টাঙ্গাইল জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ স্থানীয় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।