ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মদদে স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো বিচরণ করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
খালেদার মদদে স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো বিচরণ করছে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল/ ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, খালেদা জিয়ার মদদে স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো বিচরণ করছে। খালেদা জিয়া বলছেন- মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হননি, দুই লাখ মা-বোনের সম্মানহানি হয়নি। দেশবাসীকে বিভ্রান্তকর তথ্য দিয়ে বিব্রত করছেন বিএনপি নেত্রী।

শনিবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযোদ্ধা স্বাধীনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান কামাল বলেন, দেশে বর্তমানে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনার সরকার খাওয়াচ্ছেন।

তিনি আন্তর্জাতিকভাবে সফল প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও পৌর মেয়র আবু তাহের প্রমুখ।

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাসব্যাপী মুক্তিযোদ্ধা স্বাধীনতা মেলার উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।