ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাবিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
শাবিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত ছুরিকাঘাতে আহত ছাত্রনেতা জাহিদকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা/ ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ গ্রুপের প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদ হোসেন নাঈম নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। 

রোববার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বন ও পরিবেশ বিভাগের মাস্টার্সের ছাত্র।

হামলাকারী আবদুর রশীদ রাসেল সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র এবং ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শাহপরান হলের সি ব্লকের নিজ কক্ষে (৩২৫ নং কক্ষ) রাসেল প্রবেশ করতে গেলে জাহিদের নেতৃত্বে ১০-১৫ জন সেখানে উপস্থিত হয়ে কক্ষ দখল করতে যায়। সেখানে বাগ-বিতাণ্ডের এক পর্যায়ে রাসেল জাহিদকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

এ বিষয়ে রাসেল বাংলানিউজকে বলেন, আমি দুপুরের খাবারের পরপরই হলে নিজ কক্ষে ঢুকতে গেলে জাহিদের নেতৃত্বে ১০-১৫ জন কক্ষ দখল করতে আমার উপর ছুরিকাঘাত করে। আমি বাধা দিতে গেলে ধস্তাধস্তির সময় নিজের ছুরিতে জাহিদ আহত হন বলে দাবি করেন তিনি।  

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। কক্ষ দখলের বিষয়টি মিথ্যা বলেও দাবি তার।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।