ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জবাসীকে ২ অ্যাম্বুলেন্স দিলেন নতুন এমপি শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
সুন্দরগঞ্জবাসীকে ২ অ্যাম্বুলেন্স দিলেন নতুন এমপি শামীম সুন্দরগঞ্জে ২ অ্যাম্বুলেন্স দিলেন এমপি শামীম হায়দার

গাইবান্ধা: শপথগ্রহণ শেষে দু’টি অ্যাম্বুলেন্স নিয়ে এলাকায় ফিরেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি ও জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

এসময় বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী আর সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।  

শপথগ্রহণের পর রোববার (২৫ মার্চ) ভোরে গাইবান্ধায় ফেরেন এমপি শামীম হায়দার।

পরে দুপুরে গাইবান্ধা শহর থেকে গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকায় পৌঁছান তিনি। এসময় গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার তার সঙ্গে ছিলেন।  

নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জে ফিরে এমপি শামীম হায়দার বলেন, সুন্দরগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবো। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সুন্দরগঞ্জবাসীর জন্য দু’টি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স দু’টি সার্বক্ষণিক বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন সুন্দরগঞ্জবাসী। এছাড়া আরও দু’টি অ্যাম্বুলেন্স শিগগিরই এলাকায় পৌঁছবে। অবহেলিত সুন্দরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ চরাঞ্চলবাসীর জীবিকার মান উন্নয়নে সবার সহযোগিতায় নিজেকে উৎসর্গ করবো।

এসময় শামীম হায়দারের সঙ্গে ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মণ্ডল, রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মন্টু, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা প্রমুখ।  

উল্লেখ্য, গত ১৩ মার্চ অনুষ্ঠিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ক্ষমতাসীন দলের প্রার্থী আফরুজা বারীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন শামীম হায়দার পাটোয়ারী। ক্ষমতাসীন দলের এমপি গোলাম মোস্তফা আহম্মেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে শূন্য হয় আসনটি।  
 

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।