ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, খালেদা জিয়ার নির্বাচনে আসা না আসা আদালতের বিষয়। তারা যদি নির্বাচনে না আসে তবে কঠিন সংকটে পড়বে।

সোমবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালের পর আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার স্বপ্ন দেখতে শিখেছি। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। আমরা এখন উন্নয়নশীল দেশের নাগরিক।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের বুকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ’৬৬র ৬ দফা,  ’৬৯র গণঅভ্যুত্থান, ’৭০র নির্বাচন ও ’৭১র মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমদের জ্ঞান অর্জন করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

এতে আরো বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জজ মিয়া, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।