ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে খালেদার মুক্তির দাবিতে মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
নারায়ণগঞ্জে খালেদার মুক্তির দাবিতে মিছিল খালেদার মুক্তির দাবিতে মিছিল-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে মিছিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সোমবার (২৬ মার্চ) সকাল ১১টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহরে শোডাউন করে চাষাড়া বিজয়স্তম্ভে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এদিকে এ দিনটিতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বর্তমান কমিটির নেতারা।

হাতেগোনা নেতাকর্মীদের নিয়ে শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কমিটির নেতারা। জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতাদের ক্ষুদ্র পরিসরে কর্মসূচি ঢাকা পড়ে যায় তৈমুর আলম খন্দকারের মিছিলে।

সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জড়ো হন তৈমুর। জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর ও ফতুল্লার নেতাকর্মীরা সেখানে জড়ো হোন। পরে নিতাইগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ব্যানারে মিছিল করে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া, ২ নম্বর রেলগেট, উকিলপাড়া হয়ে চাষাড়া গোল চত্ত্বরে বিজরস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
 
শ্রদ্ধা জানানোর পর তৈমুর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পৃথিবীর অনেক নেতাই জেলে ছিলেন। খালেদা জিয়া জেলে আছেন। এখানে আমাদের শোকের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমরা এই শোককেই শক্তিতে রূপান্তরিত করে এদেশে আবারও খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবো।

মিছিলে নেতাকর্মীদের নিয়ে যোগ দেন-নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সাবেক সেক্রেটারি নুরুল ইসলাম, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য কারামুক্ত সুরুজ্জামান, কেন্দ্রীয় ওলামাদলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী সামসুর রহমান খান বেনু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সেক্রেটারি এমএ হালিম জুয়েল, বিএনপি নেতা মাজিদুল ইসলাম, বন্দর থানা বিএনপির সভাপতি নুরউদ্দীন আহমেদ, সেক্রেটারি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর শহর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাসানী ভুইয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দীন মন্তু, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা,  নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, মহানগর মহিলা দলের আহ্বায়ক রাশিদা জামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।