ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছুরিকাঘাতের ঘটনায় শাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
ছুরিকাঘাতের ঘটনায় শাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার বহিষ্কৃত দুই ছাত্রীলীগ নেতা/ছবি: সংগৃহীত

(শাবিপ্রবি): আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজ গ্রুপের প্রতিপক্ষকে ছুরিকাঘাত ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (২৬ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাসেল এবং মানব সম্পদ উন্নয়ন সম্পাদক অাজমল হোসাইন।

 

এরআগে রোববার (২৫ মার্চ) দুপুরে আধিপত্য বিস্তার ও কক্ষ দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ঘটনায় রোববার গভীর রাতে সিলেট নগরের সুবিদবাজারের এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে রাসেলকে আটক করে র‌্যাব-৯এর সদস্যরার। এসময় তার সঙ্গে থাকা অাজমল হোসাইনকেও ধরে নিয়ে যায় র‌্যাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।