ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা  স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিএনপির প্রতিনিধিদল, ছবি: বাংলানিউজ

ঢাকা: কারাগারে বন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৯ মার্চ সমা‌বেশ ডেকেছে বিএনপি। এজন্য অনুম‌তি চাই‌তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের স‌ঙ্গে বৈঠ‌কে বসে‌ছেন বিএন‌পির নেতারা। 

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ে যান।


 
প্র‌তি‌নি‌ধি দ‌লের অন্য দুই সদস্য হলেন- দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।  

এরআগে কারাগারে বন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিন দফা সমাবেশ কর্মসূচি দিয়েও অনুমতি পায়নি দলটি। এবার একই দাবিতে চতুর্থ দফায় সমাবেশের অনুমতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেছে দলটির উচ্চ পর্যায়ের তিন সদস্য।

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা দলটির।

** সমাবেশের অনুমতি নিতে মন্ত্রণালয়ে যাচ্ছে বিএনপি

বাংলা‌দেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।