ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামগঞ্জে বিএনপি-তরিকতের পাঁচ শতাধিক নেতাকর্মী আ.লীগে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
রামগঞ্জে বিএনপি-তরিকতের পাঁচ শতাধিক নেতাকর্মী আ.লীগে 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিএনপি ও তরিকত ফেডারেশনের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁনের হাতে প্রতীকী নৌকা ও ফুল দিয়ে তারা যোগদান করেন।

 

এর আগে, দুপুরে উপজেলার জয়পুর স্কুল অ্যান্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ নেতা আনোয়ার খাঁনের ব্যক্তিগত উদ্যোগে  ২৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। এ সময় ওই শিক্ষা-প্রতিষ্ঠানে ১৫৪ জন এইচএসসি পরীক্ষার্থীকে এক হাজার টাকা করে দেন তিনি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম, শহিদ উল্যা ও মজিবুল হক মজিব প্রমুখ।

আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খাঁন বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে আমি কাজ করছি। শিগগিরই রামগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হবে। আমাদের সাংগঠনিক তৎপরতার কারণে আগামী সংসদ নির্বাচনে আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।