ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জার্মানি জরিপ সংস্থাটিকে ‘ভুয়া’ বললেন হাছান মাহমুদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
জার্মানি জরিপ সংস্থাটিকে ‘ভুয়া’ বললেন হাছান মাহমুদ প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখছেন হাসান মাহমুদ

ঢাকা: ‘স্বৈরতান্ত্রিক দেশের তালিকা’য় নতুন করে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় জার্মানির গবেষণা সংস্থাটি ‘বেরটেলসম্যান স্টিফটু’কে পেড সর্বস্ব ও ভুয়া বলে সমালোচনা করেছেনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

বুধবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনে’ তিনি এমন সমালোচনা করেন।

ড. হাছান মাহমুদ বলেন, জার্মানির সংগঠনটি একটি পেড সর্বস্ব ভুয়া সংগঠন।

ওয়েবসাইটই হচ্ছে তাদের ঠিকানা। তাদের চিন্তার মধ্যে মিয়ানমার এলো না। যে দেশ লাখ লাখ মানুষকে দেশান্তরি করেছে, যেই দেশে গণতন্ত্র বলতে কিছুই নাই। থাইল্যান্ডও এলো না। আফ্রিকার বহু দেশ যেখানে কথা বলার কোনো স্বাধীনতা নাই, গণতন্ত্রতো দূরে থাক বাকস্বাধীনতাও নাই, সেই সমস্ত দেশের নামও আসলো না। এটি বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার খবরকে ম্লান করার জন্য বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ বিশেষ ছাড়া অন্য কিছু নয়।

মির্জা ফখরুল, মওদুদসহ বিএনপির অনেক নেতা আছেন, যারা রাজনৈতিক কাক ছাড়া অন্য কিছু নয়- এমন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপি গঠন করেছিলেন। বিএনপিতে অনেক নেতা আছেন যারা বাইচান্স বিএনপি অথবা বাইঅ্যাক্সিডেন্ট বিএনপি। আবার অনেকেই আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে বিএনপি হয়েছে।

বিএনপি এখন দুর্নীতিবাজদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তাদের গঠনতন্ত্রের সাত ধারা বাতিলের মাধ্যমে তারা  যারা দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, সাজাপ্রাপ্ত হয়েছেন তারা যাতে বিএনপির নেতা হতে পারেন সে ব্যবস্থা করেছেন। দুর্নীতিবাজদের জন্য এটি একটি সুখবর। তাদের বর্তমান রাজনীতি হচ্ছে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কারাগারে দণ্ড ভোগ করা খালেদা জিয়া এবং তার ছেলে যিনি দুর্নীতির দায়ে দশ বছরের সাজাপ্রাপ্ত এই দু’জনকে রক্ষা করা। সুতরাং আজকে যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছে তখনই বিএনপি-জামায়াত দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সমস্ত পৃথিবীতে।

‘খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে যাবে’ মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের জবাবে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরাও চাই আপনারা খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করেন। এজন্য জোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে উনাকে মুক্ত করার চেষ্টা করুন। তবে বিএনপির বর্ণচোরা আইনজীবীদের নিয়ে সেই চেষ্টা সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি চিত্রনায়ক ড্যানি সিডাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ  সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।