ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনই বিএনপি’র মূল লক্ষ্য নয়: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
নির্বাচনই বিএনপি’র মূল লক্ষ্য নয়: ইনু বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “নির্বাচনই বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হলো দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে মুক্ত করা, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।”

শনিবার (৩১ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া দিশা টাওয়ারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
ইনু বলেন, বিএনপি এখন গণতন্ত্র থেকে হাজার মাইল দূরে।

তাদের বাদ দিয়ে কোনো নির্বাচনের পরিকল্পনা সরকারের নাই। তবে তথাকথিত রূপরেখাহীন সহায়ক সরকারের প্রস্তাব, খালেদার মুক্তি, এসব প্রস্তাব যদি নির্বাচনে অংশগ্রহণের পূর্বশত হয় তাহলে আমরা বলবো কোনো শর্ত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ হতে পারে না। আমরা মনে করি যথাসময়ে নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করবো। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
 
এসময় উপস্থিত ছিলেন- জাসদের সভাপতি গোলাম মহসীন, কুষ্টিয়ার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) হাবিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

পরে মন্ত্রী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের যুগপূর্তি উৎসবের কেক কাটেন এবং আনন্দ র‌্যালিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।