ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংবিধান অনুসারে বর্তমান সরকারের নেতৃত্বেই নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
সংবিধান অনুসারে বর্তমান সরকারের নেতৃত্বেই নির্বাচন জনসভায় বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন

রাজশাহী: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন সকলের জন্য। বিএনপির একার জন্য বা বিএনপিকে ক্ষমতায় তোলার জন্যও নির্বাচন না। নির্বাচন হবে সংবিধান অনুসারে এবং বর্তমান সরকারের নেতৃত্বেই।

শনিবার (৩১ মার্চ) বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

২১ দফার ভিত্তিতে সামাজিক নায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি এ জনসভার আয়োজন করে।

নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সংলগ্ন বড় মসজিদ প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

রাশেদ খান মেনন বলেন, আগামীতে অসাম্প্রদায়িক শক্তিকে এক হতে হবে। যেন বিএনপি-জামায়াত মৌলবাদী শক্তি আর কখনো ক্ষমতায় যেতে না পারে।

তিনি বলেন, সামনে নির্বাচন। গত নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আগুন সন্ত্রাস করেছিল। পেট্রোল বোমা ছুঁড়েছিল। ৪০০ স্কুল-কলেজ পুড়িয়ে দিয়েছিল। পুলিশ হত্যা করেছিল। নির্বাচন কর্মকর্তাকে হত্যা করেছিল। কি করে নাই তারা? আজকে আবার নির্বাচনকে সামনে রেখে তারা বলছে, হ্যাঁ তারা নির্বাচনে যাবে। তবে তাদের মতো করে। আমরা বলি- তাদের মতো করে কোনো নির্বাচন হবে না।

জনসভায় প্রধান বক্তা ছিলেন- পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।  

ফজলে হোসেন বাদশা বলেন, এই রাজশাহীতে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিলো বিএনপির নেতারা। আওয়ামী লীগ আর বাম নেতাদের হত্যা করতে বিএনপির কোন নেতা কতো টাকা জঙ্গিদের দিয়েছিল তার হিসাব আছে আদালতে। ১৪ দলের ঐক্য থাকলে এই জঙ্গিদের মদদদানকারী দল কখনও ক্ষমতায় আসবে না।

জনসভায় আরো বক্তব্য দেন- ঠাকুরগাঁও থেকে নির্বাচিত ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ইয়াসিন আলী ও মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু। সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।